সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির কারণে বুধবার (১৭ জুলাই) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্রদের বুধবার দুপুর একটার মধ্যে এবং ছাত্রীদেরকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরি) সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ও হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে দুয়েকদিন আগে থেকেই আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে নির্দেশনার আগেই হলগুলো প্রায় সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়েছে। সকালে ব্যাগপত্র নিয়ে বাসায় ফিরছেন এমন একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, বর্তমানে ক্যাম্পাসের যে পরিস্থিতি, জীবনের ঝুঁকি নিয়ে এই সময়ে হলে অবস্থান করা কোনোভাবেই উচিৎ নয়। বাড়ি থেকে বাবা-মা বারবার কল দিচ্ছেন, তারাও টেনশনের মধ্যে আছেন। তবে হঠাৎ করে হল ছাড়ার নির্দেশনা না দিয়ে আরও আগে জানানো উচিৎ ছিলো।
অন্যদিকে ক্যাম্পাস সংলগ্ন মেস ও বাসাগুলো ছাড়ার বিষয়ে মেস কর্তপক্ষের কোনো নির্দেশনা না থাকলেও মেসগুলো থেকেও শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছেন। ইতোমধ্যে মেস ও বাসাগুলোও প্রায় ফাঁকা হয়ে পড়েছে।
এদিকে চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাম্পাসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আনসাররা আইডি কার্ড ও নির্ধারিত পোশাক ছাড়া কোনো ভ্যানচালক ও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছেন না। এছাড়া যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রধান ফটকে সতর্ক অবস্থানে রয়েছেন।
সময় জার্নাল/এলআর