জাহিদুল ইসলাম , রাবি প্রতিনিধি:
চলমান কোটা আন্দোলন ইস্যুতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশে বিক্ষোভ কর্মসূচি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বেলা পৌনটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। প্রথমত, বিশ্ববিদ্যালয়সহ সকল হল খোলা রাখতে হবে। একইসঙ্গে সকল মেস ও বাসা মালিকদের মেস খোলা রাখার নির্দেশ করতে হবে। দ্বিতীয়ত, আবাসিক হলে প্রতি কক্ষে কক্ষে প্রশাসনের অভিযান চালিয়ে ছাত্রলীগের অস্ত্র জব্দ করতে হবে এবং প্রত্যেক হলের প্রাধ্যদের হলেই অবস্থান করে শিক্ষার্থীদের যথাযথা নিরাপত্তা নিশ্চিত করতে হবে হবে। এবং তৃতীয় শেষ দাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন আবাসিক হল এবং মেস থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লাঠিসোটা নিয়ে পদযাত্রা করেন। এসময় ছাত্রীদের হলে তালা দেয়ার খবর শুনে ছাত্রীহলের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সোয়া ১১ টায় হল থেকে ছাত্রীরা বেড়িয়ে আসলে একযোগে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় আন্দোলনকারীরা 'হল বন্ধ কেন? প্রশাসন জবাব চাই', ক্যাম্পাস বন্ধ কেন? প্রশাসন জবাব চাই', 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'ভিসি কই', 'দালাল, দালাল', 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দেন।
সময় জার্নাল/এলআর