সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি:
বেগম রোকেয়া হলের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে জানাযায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানাযা শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং নোটিশ বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে কে. আর. মার্কেটে গিয়ে আবার মুক্তমঞ্চ হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, 'হল ছাড়ার নির্দেশ কেন, প্রশাসন জবাব চাই', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'হল বন্ধ করে আন্দোলন, বন্ধ করা যাবে না', 'ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার'।
তারা বলেন, 'ছাত্রদের যদি ক্যাম্পাস ছাড়তে হয় তাহলে আগে শিক্ষকদের ক্যাম্পাস ছাড়তে হবে। প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। জোর করে শিক্ষার্থীদের হল থেকে বের করা যাবে না। যতক্ষণ না এই নোটিশ প্রত্যাখ্যান করা হচ্ছে, আমরা উপাচার্য বাসভবনের সামনে থেকে যাবো না।'
সময় জার্নাল/এলআর