মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নাটোরের লালপুরে নদীতে ৩ শিশু নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪
নাটোরের লালপুরে নদীতে ৩ শিশু নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই সহ তিনজন নিখোঁজ হওয়ার পর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিকালে ১২ বছরের শিশু দিপু ও তার ভাই দশ বছরের অপু ও ১০ বছরের জয়সহ মোট ৩ শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে  দীপু ও জয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দিপু ও অপু দুই ভাই উপজেলার মহেশপুর সরকার পাড়া গ্রামের কালাম সরদারের ছেলে ও জয় রামকৃষ্ণপুর গ্রামের স্বপনের ছেলে। 

জানা যায়,লালপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় একাই শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় লোকজনও উদ্ধার কাজে সহযোগিতা করছেন। নদীর দুই পাড়ে শত শত মানুষ জড়ো হয়ে প্রতীক্ষায় রয়েছে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল