নিজস্ব প্রতিনিধি
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।
এর আগে, বিকেলে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগে করার জন্য আবেদন করা হবে।
এর আগে গত মঙ্গলবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ কর এ লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনটি শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেছিল আপিল বিভাগ।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্রকে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করে।
হাইকোর্টের সেই রায়ের পর থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন শুরু হয়।
সময় জার্নাল/এলআর