আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্য ১৪৮ পুরুষ ও ৮১ জন নারী রয়েছেন।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে গোফা জোনের একটি প্রত্যন্ত অঞ্চল কেনচো-শাচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রথম দফার ভূমিধস হলে লোকজন আশ্রয়ের জন্য নিরাপদ স্থানের খোঁজে জড়ো হতে থাকে। এ সময় দ্বিতীয় দফায় আবারও ধস হলে এর নিচে চাপা পড়ে অনেকে।
দেশটির স্থানীয় যোগাযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, সোমবার গোফা জোনের কেনচো-শাচা এলাকায় ওই দুর্ঘটনায় অন্তত ১৪৮ জন পুরুষ ও ৮১ জন নারী নিহত হয়েছে।