নিজস্ব প্রতিনিধি:
১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরকে ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ বিষয়ক লাইভ খবর প্রচারিত হচ্ছে। একইসাথে হাসিনার শাসনামলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছে।
সোমবার (৫ আগস্ট) ব্যাপক বিক্ষোভ আর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিয়ে লাইভ করছে। তারা শিরোনাম করেছে, ‘দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। এরপর তারা লেখে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে এক ‘গণঅভ্যুত্থানে’ পতন ঘটলো শেখ হাসিনা সরকারের। গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে। অবশ্য তার আগেই ভারতের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন মিজ হাসিনা। বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান।’
মার্কিন বার্তাসংস্থা এপির শিরোনাম করেছে, ‘১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। বার্তা সংস্থাটি লিখেছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে তার ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটেছে।
স্থানীয় মিডিয়া প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শেখ হাসিনা তার বোনের সাথে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়ছে।
এরপর বাংলাদেশের সামরিক প্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশনা চাওয়ার পরিকল্পনা ঘোষণা করেন ।
সময় জার্নাল/এলআর