নিজস্ব প্রতিনিধি:
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। একই সঙ্গে স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
সোমবার (৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা খাকবে।
এদিকে, দেশে ১৭ দিন ধরে কারফিউ থাকার পর মঙ্গলবার ভোর থেকে তুলে নেয়া হচ্ছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়, মঙ্গলবার ভোর ৬টা থেকে কারফিউ তুলে নেয়া হচ্ছে। সব অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও কলকারখানা খুলে যাবে বলে জানানো হয়েছে।
কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে গত ১৯ জুলাই দিবাগত রাতে কারফিউ জারি করা হয়েছিল এবং সেনা মোতায়েন করা হয়।
পরবর্তীতে বিভিন্ন সময় কারফিউ শিথিল করা হয়েছিল। তবে কারফিউর মধ্যেই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে গেছেন।
সময় জার্নাল/এলআর