সাইদুল ইসলাম সাঈদ, জিটিসি প্রতিনিধি :
সরকার পতনের দ্বিতীয় দিনে সরকারি তিতুমীর কলেজে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (৬ আগষ্ট) কলেজের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বীর উত্তম একে খন্দকার রোড হয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের হয়ে কলেজ ক্যাম্পাসে এসে মিছিলটি শেষ হয়।
সমন্বয়ক নূরউদ্দিন জিসান বলেন, শত-শত শহিদের তাজা রক্তের বিনিময়ে এবং অনেক ত্যাগ- তিতিক্ষা ও নির্ঘুম রাত পার করেছি আমরা যার দরুন আজকে এই স্বাধীনতা পেয়েছি। এখনো কিন্তু আমরা স্বাধীনতার সর্বোচ্চটুকু পাইনি, এখনো ষড়যন্ত্র চলছে।
তিনি আরো বলেন,কেন্দ্রের নির্দেশে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা সবরকম কর্মসূচি পালন করেছে। সারাদেশে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন এবং এখনো অনেকে হাসপাতালে। আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি, এখনও করেছি! ভবিষ্যতে দেশ পথ হারালে বা পরধীন হলে আমরা আবার মাঠে ঝাপিয়ে পড়বো।
এই আন্দোলনে তিতুমীর কলেজের শহীদ মামুনের কথা উল্লেখ করে বলেন, আমরা শহীদ মামুকে মনে রাখবো, তিতুমীর কলেজ শহীদ মামুনকে যুগ যুগ ধরে স্মরণ করবে।
এমআই