খাগড়াছড়ি প্রতিনিধি :
মানবাধিকার সংগঠন "কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড" (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) এর ১৯ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা শাখা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট রবিবার বিকালে পশ্চিম নারানখায়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সিনিয়র আইনজীবী মহিউদ্দিন কবির।
এসময় প্রধান অতিথি বলেন, "সকলে মিলে মানবতার সেবা করাই সম্মিলিত মানবাধিকার বিশ্ব'র লক্ষ্য। পরিবার থেকেই মানবাধিকার রক্ষার চর্চা করতে হবে।"
সংগঠনের জেলা সভাপতি অংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি পাঞ ঞা জ্যোতি ভিক্ষু, সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক দেব প্রসাদ ত্রিপুরা, দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জুলহাস উদ্দিন, সংগঠনের সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক শীলা চাকমা প্রমুখ।
সময় জার্নাল/এলআর