এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ও শেখ হাসিনার বিচার দাবী করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
রোববার ( ১৮ আগষ্ট) বিকেলে ফরিদপুরের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে উত্তর বিএনপি আঞ্চলিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
সাতৈর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আ. মান্নাফ মুন্সীর সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মো. সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র আ. শুকুর শেখ, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধূরী ইরান, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহ সভাপতি আ. আলীম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বৈষম বিরোধী কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ সময় হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার বিচার দাবি করে বক্তব্য দেন নেতারা।
বক্তারা যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমাদের স্বজনদের এবং যারা আহত হয়েছেন তাদেরকে ভাতার আওতায় আনতে হবে। তিনি বলেন গুরুতর আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
সময় জার্নাল/এলআর