শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

দূর্নীতিবাজ উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪
দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

দূর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র দ্রুত অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ আগষ্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিবাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছাঃ তাহ্সিনা পারভীন, মোঃ নয়ন মনি ও বেনজামিন দাস। 

মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং তার সহযোগি জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র অপসারণ দাবি করা হয়।  

মানববন্ধনে হাসপাতালের দেড় শতাধিক নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল