ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:
ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকষ্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার উদ্যোগ নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ভেটেরিনারি অনুষদ থেকে ত্রান নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় শিক্ষার্থীদের দুইটি টিম। গত কয়েকদিনে শিক্ষার্থীরা নবীনগর, বাইপাইল, চন্দ্রা, ধামরাই, সাভার ও বিভিন্ন মসজিদ থেকে অর্থ সাহায্য উত্তোলন করেন তারা।
শিক্ষার্থীদের তৈরিকৃত ত্রাণের জন্য প্রতিটি প্যাকেটে মুড়ি, চিড়া, চিনি, পানির বোতল, নাপা ট্যাবলেট এবং মেয়েদের স্যানিটারি প্যাড ছিল।
শিক্ষার্থীরা জানান, মানুষের অবস্থা খুব দুর্বিষহ। চারিদিকে মানুষের খাবারের জন্য হাহাকার। ত্রানের সুষম বন্টন হচ্ছে না।
তারা আরো বলেন, শিশু খাদ্য-দ্রব্যের চরম সংকট রয়েছে। এর মধ্যে দুধ, ডায়াপার অন্যতম। পরবর্তীতে যারা আসবে তাদের এইসব বিষয়ে প্রতি লক্ষ্য রেখে আসা উচিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার মাইক্রোবায়োলজি বিভাগ ত্রাণ নিয়ে রওনা দেয়। এ ছাড়াও ৭ টি বিভাগ ও ২ টি সংগঠন গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) এবং গবি ব্লাড কালেক্টর খুব শীগ্রই আবার ত্রান নিয়ে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্য রওনা দিবে বলে নিশ্চিত করেন।
সময় জার্নাল/এলআর