নিজস্ব প্রতিবেদক:
তরুণ প্রজন্মের লেখক মোঃ মিরাজ মিয়া'র স্বরচিত কাব্য “বন্যা” কবিতাটির সর্বশেষ নিলাম মূল্য ৫০০০ টাকা পর্যন্ত ঘোষিত হয়েছে।
বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজ প্রোফাইলে মিরাজ “বন্যা” কবিতাটি নিলামে তুলতে চাচ্ছি, এখনো কবিতাটির দাম নির্ধারিত না হওয়ায় আনুমানিক দাম ধরছি ০০ টাকা। এবার আগামী ১২ ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ দাম কমেন্টে বলবেন তিনিই কবিতা টি পাবেন। প্রাপ্ত অর্থের পুরো টাকা ফেনী,কুমিল্লা ও নোয়াখালী বানবাসি দের ত্রানের কাজে ব্যায় হবে ইনশাআল্লাহ। কবি তার ফেসবুকে পোস্ট করলে মোঃ সাব্বির নামের এক মালয়শিয়া প্রবাসী ৫০০০ টাকা ঘোষণা করেন।
এসময় মোঃ সাব্বির নামের এক মালয়শিয়া প্রবাসী কমেন্টে বলেন, আমি যেহেতু প্রতিটি কবিতা পড়েছি সেই জায়গা থেকে বলতে পারি যে, টাকা দিয়ে তো এই কবিতাকে মূল্যায়ন করা সম্ভব নয়। আমার প্রিয় ছোট ভাই ও লেখককে লেখার প্রতি উৎসাহ ও এই মূল্যটা যেহেতু বন্যা কবলিত এলাকার কাজে ব্যবহৃত হবে তাই আমি ৫০০০ টাকা দিয়ে কবিতাটি নিতে চাই ইনশাআল্লাহ। অন্য কেউ যদি এর চেয়ে বেশী দিয়ে নিতে চান তবে আমি খুবি খুশী হব। ভাল কাজে প্রতিযোগিতা করা ভাল। এতে লাভই বেশী।
লেখক মোঃ মিরাজ মিয়া জানান, প্রথমেই মহান আল্লাহ্’র কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো একজন নগণ্য ছোট মানুষকে তিনি মানুষের কাছে এতোটা ভালোবাসা ও সম্মানের বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ্। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাকে ভালোবেসে ও আমার লেখালেখিকে ভালোবেসে আজ এতবড় মূল্যায়ন করেছেন।
সর্বোপরি নিলামে ইতিমধ্যে যারা অংশ নিয়েছেন ও নিবেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ।
এমআই