সময় জার্নাল প্রতিবেদক : ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’ মামলার তদন্তের জন্য কথা বলতে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পৌঁছেছেন চিত্রনায়িকা পরীমণি।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছান। পরীমণির সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত ডিজাইনার জিমি ও নির্মাতা চয়নিকা চৌধুরী।
ঢাকা মহানগর ডিবির উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল পরীমণির সঙ্গে কথা বলছেন। বিকেল ৪টা থেকে পরীর সঙ্গে কথোপকথন শুরু হয়েছে তাদের।
ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘প্রয়োজনে বাদীর সঙ্গে কথা বলা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পরীমণি একজন সেলিব্রেটি। মামলায় তার যে অভিযোগ, সে বিষয়ে কথা বলতেই তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে তার অভিযোগের বিষয় তদন্ত করছে ‘
মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন জানান গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার সাভার থানায় একটি মামলা করেন। সেদিন বিকালে ডিবি পুলিশ মামলার মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে।
রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমণি। পোস্টে তিনি বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সময় জার্নাল/এসএ