বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ শুরু করেন। তাদের বিভিন্ন দাবির মুখে কারখানা কর্তৃপক্ষ একে একে অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হন।
পোশাক শ্রমিকদের বিক্ষোভের পর নবীনগর-চন্দ্রা এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা কাজ করছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, শ্রমিকদের বিক্ষোভের ফলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত প্রায় ৬০টি কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। সকাল ৮টার পর থেকেই এ পরিস্থিতি শুরু হয় এবং একে একে বেশিরভাগ কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এখনো সড়কে অবস্থান করছে এবং আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিক্ষোভের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে আশুলিয়ার ডিইপিজেডসহ অন্যান্য এলাকায় কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
গত সোমবার (২ সেপ্টেম্বর) আশুলিয়ায় পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। তারা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে এবং বিভিন্ন কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এর পরদিন থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত কারখানা চালু রাখার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
এমআই