বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা: অভ্র দাস ভৌমিকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ইনিস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বের) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর ডা: মোহাম্মদ সফিকুল কবির-কে উপ-পরিচালক হিসাবে এই প্রতিষ্ঠানে পদায়ন করে বিগত বছর গুলোতে ঘটে যাওয়া তাদের নির্লজ্জকর দুর্নীতিসমুহ তদন্ত করার দায়িত্ব দেয়া হয়। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় মাত্র ১০ দিনের মাঝেই তারা ফ্যসিবাদের চক্র ব্যবহার করে ডা: মোহাম্মদ সফিকুল কবির-কে গত ২রা সেপ্টেম্বর OSD করান।
উল্লেখ্য যে, ডা: মোহাম্মদ সফিকুল কবির, একাধিক বিদেশী মেডিকেল ইন্সটিটিউটের ভিজিটিং প্রফেসর ও কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট। এবং বর্তমান পরিচালক ডা: অভ্র দাস ভৌমিক ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে উনার 'সহকারী রেজিস্ট্রার' ছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের রোষানলে তিনি এখনো সহযোগী অধ্যাপক হিসাবেই থেকে গেছেন, যেখানে ডা: অভ্র দাস ভৌমিকসহ ৫ জন চিকিৎসক অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও অধ্যাপক পদে পদোন্নতি পান, যা জ্যেষ্ঠতা নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি। আমরা অবিলম্বে পরিচালক পদ থেকে ডা: অভ্র দাস ভৌমিকের পদত্যাগ এবং ডা: মোহাম্মদ সফিকুল কবিরকে চলতি দায়িত্বে (CC) দ্রুত অধ্যাপক করে অবিলম্বে পরিচালক পদে পদায়নের দাবী জানাচ্ছি এবং অত্র প্রতিষ্ঠানের যাবতীয় দুর্নীতি, অন্যায়, অবিচারসহ সকল বৈষম্যের আশু অবসান প্রত্যাশা করছি এবং এ প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আহবান করছি।
এমআই