খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে দেশ ট্রাভেলস নামে একটি বাসের ধাক্কায় দিদারুল আলম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে মোঃ ইউনুছ (৩৫) নামে একজন অটো রিকশাচালক।
তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত দিদারুল আলম রামু ফতেখাঁকুল পশ্চিম মেরংলোয়া মুন্সিপাড়ার মরহুম এনামুল সিকদারের বড় পুত্র।
জানা গেছে সোমবার ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু কলেজের পশ্চিম পাশে অলি আহমদের গ্যারেজের সামনে চট্টগ্রামুখি একটি দেশ ট্রাভেলস ঢাকা মেট্রো ব -১৫ -৩৮ ৮৪ বাসের ধাক্কায় কলঘর বাজার মুখি অটো রিক্সা যাত্রী দিদারুল আলম ও অটো রিকশাচালক ইউনুছ গুরুতর আহত হন।
পরে তাঁদেরকে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কক্সবাজার ইউনিয়ন হসপিটালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিদারুল আলম মৃত্যুবরণ করেন এবং কর্তব্যরত ডাক্তার অটো রিক্সা চালক ইউনুছ কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এদিকে নিহত দিদার আলমের মরদেহ রাত দশটার দিকে রামু ফতেখাঁরকুল পশ্চিম মেরংলোয়া মুন্সিপাড়া নিজ বাসভবনে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর জোহরের নামাজের পর রামু ফতেখাঁরকুল পশ্চিম মেরংলোয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিদার আলমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানা গেছে । অন্যদিকে দেশ ট্রাভেলস বাসটি স্থানীয় জনতা আটক করেন।
সময় জার্নাল/এলআর