মোঃ আশিক মিয়া, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভিসি-প্রো ভিসির আজকের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে এই আন্দোলন করেন তারা।
এ সময় তাদেরকে "এক দফা এক দাবি, চবিতে ভিসি দিবি", "ঢাবি, রাবি সবাই পেলো চবি কেন পিছিয়ে গেলো", "ঢাবি রাবি স্বর্গে চবি কেনো মর্গে", "শিক্ষার্থীদের লক্ষ্য ভিসি হবে দক্ষ", "আর নয় বিজ্ঞাপন দ্রুত চাই প্রজ্ঞাপন" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ভিসি নিয়োগ প্রসঙ্গে, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমা হোসেন বলেন,আমাদের ভিসি নিয়োগের দাবিতে কেনো বারবার আন্দোলন করতে হচ্ছে। আমরা কি এই বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে আসছি না পড়াশোনা করতে? তাহলে কেনো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভিসি পাইছে কিন্তুু আমরা এখনো পাচ্ছি না। আমরা যারা এখানে ভর্তি হয়েছি তারা কি মেধা-যোগ্যাতা দিয়ে ভর্তি হয়নি।
শিক্ষকরা আমাদেরকে আপনাদের শিক্ষার্থী হিসাবে ভাবুন ও একজন দক্ষ ভিসি নিয়োগে কার্যকর ভুমিকা রাখুন। আমরা একাডেমিক কার্যক্রম সহ আনেক সমস্যার সম্মুখীন হচ্ছি শুধুমাত্র একজন ভিসি নিয়োগে বিলম্বিত হওয়ায়। তাই আপনারা একজন দক্ষ ভিসি নিয়োগ দিয়ে আমাদেরকে এই সমস্য থেকে মুক্তি দিন।
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শ্রাবণ বলেন, বাংলাদেশের চারটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের তিনটিতেই ভিসি নিয়োগ দেওয়া হলো, চবিতে এখনো ভিসি নিয়োগ নিয়ে বৈষম্য কেনো? এটা চবির শিক্ষার্থীরা কখনই মেনে নিবে না।চবির শিক্ষার্থীরা বারবার আন্দোলন করছে কিন্তুু ভিসি নিয়োগ দেওয়া হচ্ছেনা কেন?
অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া সাধারণ শিক্ষার্থীরা যাকে ভিসি হিসাবে চায় তাকে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যামে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হোক।
সময় জার্নাল/এলআর