আন্তর্জাতিক ডেস্ক : কূটনৈতিক সম্পর্কের অবনতির পর এ বছরের শুরুতে নিজেদের প্রত্যাহার করে নেওয়া রাষ্ট্রদূতদের আবার একে অপরের দেশে ফিরিয়ে দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার জেনেভায় দুই প্রেসিডেন্টের প্রথম মুখোমুখি বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের রাষ্ট্রদূতদের ফেরানোর বিষয়টিও। পরে এতে একমত হন দুই নেতা। খবর রয়টার্সের
প্রথমবারের মতো এ বৈঠকটি দীর্ঘ চার থেকে পাঁচ ঘণ্টা হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত চার ঘণ্টার কম সময়েই শেষ করেছেন বাইডেন ও পুতিন।
বৈঠকের পর আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করছেন দুই নেতা। পুতিন প্রথমে সাংবাদিকদের সামনে কথা বলেছেন। বৈঠক খুবই গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে, কোনো বৈরী মনোভাব ছিল না এবং একে অপরকে বোঝার আগ্রহও দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।
জো বাইডেনকে একজন অভিজ্ঞ রাষ্ট্রপ্রধান এবং তার পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই ভিন্ন বলে উল্লেখ করেন পুতিন। তবে যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা ও মানবাধিকার নিয়ে তিনি সমালোচনা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় জেলবন্দি মার্কিন নাগরিকের প্রসঙ্গ টেনেছেন বলে জানান পুতিন। তিনি বলেন, বন্দি বিনিময়ের ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে একটি ‘আপসরফা’ হতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সময় জার্নাল/আরইউ