নিজস্ব প্রতিবেদক।। সময় জার্নাল: করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১০ জন মারা যান। এদের মধ্যে তিনজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রামেক থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার (১৬ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রামেকের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১০ জন মারা যান। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং নাটোরের একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেকে ভর্তি হয়েছেন ৪৪ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩০৯টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৩৫৮ জন। আর নির্ধারিত ২২টি আইসিইউতে ভর্তি আছে ২০ জন।
সবশেষ এক দিনে রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৬টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। নমুনার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৫ শতাংশ।
এদিকে করোনার সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় 'বিশেষ লকডাউনের' মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বুধবার জেলার করোনা পরিস্থিতির সবশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সময় জার্নাল/আরইউ