বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ধর্মীয় অনুভূতিতে আঘাতে রাবিতে প্রতিবাদ সমাবেশ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ধর্মীয় অনুভূতিতে আঘাতে রাবিতে প্রতিবাদ সমাবেশ

জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :

বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তারা শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে মিলিত হয়।

এসময় তারা' বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান", "আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো", "নারায়ে তাকবীর, আল্লাহ আকবর", "বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান", দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ", " আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা",  "মোদির দালালেরা হুশিয়ার সাবধান",   "বিশ্বের মুসলিম এক হও, লড়াই  করো" ইত্যাদি স্লোগান দিতে থাকে।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বরর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজম নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।

এসময় তারা বলেন, বিশ্বের ইতিহাসে দুইটা বর্বর জাতি রয়েছে,ইসরাইল আর  ভারত। ইসরাইল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদের গ্রাস করতে চাই। ভারত  আগষ্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছি। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে ভারতের মতো অনেকে রাসুলের নামে মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। 

এসময় তারা আরো বলেন, সারাবিশ্বের নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচার হঠিয়েছি ভারতের দালালকেও হঠাতে সময় নিব না। ভারতের বাক স্বাধীনতা যদি হয় রাসুলকে নিয়ে অপমান করা মুসলমানদের স্বাধীনতা হাত দিয়ে তাদের  দুনিয়া থেকে উৎখাত করা। মুসলমান তাদের পলিসি দিয়ে পুরো দুনিয়াকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে। 

এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল