এহসান রানা,ফরিদপুর প্রতিনিধিঃ
দেশীয় মাছ রক্ষার্থে ফরিদপুরের সালথায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার ২৬ শে সেপ্টেম্বর, দুপুরে সালথা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। এসময় চারজন জাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরের উপজেলা মৎস্য অফিসার শাহ মোঃ শাহারিয়ার জামান সাবু জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বৃহস্পতিবার,২৬ শে সেপ্টেম্বর সালথা সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৬০ হাজার টাকা মুল্যের অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে এক হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারেন্ট জালগুলো উপজেলা চত্ত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সময় জার্নাল/টিএ