খালেদ হোসেন টাপু,রামু প্রতিনিধিঃ
‘বিশুদ্ধতায় ভরে উঠুক, আমাদের প্রিয় মাতৃভূমি’ এ শ্লোগানে রামু সম্পন্ন হয়েছে পাঁচদিন ব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা। কর্মশালার আয়োজন করে রামুর অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ইনস্টিটিউট অব মিউজিক’। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ও তত্ত্বাবধানে ছিলেন, খ্যাতিমান নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার এম আর ওয়াসেক। এতে সহকারি প্রশিক্ষক ছিলেন- পাবনা নৃত্য রং এর পরিচালক মো. হারুনুর রশিদ লিটন, ইনস্টিটিউট অব মিউজিক এর নৃত্য বিভাগের পরিচালক জয়শ্রী বড়ুয়া ও ঢাকা নন্দন কলা কেন্দ্রের সহকারি পরিচালক সৈয়দ আশিকুজ্জামান মুন্না।
২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রামুতে ইনস্টিটিউট অব মিউজিক এর নিজস্ব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন উপজেলার অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কর্মশালার প্রধান প্রশিক্ষক, সহকারি প্রশিক্ষক, তবলায় সহযোগিতাকারি শরীফকে ইনস্টিটিউট অব মিউজিক এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ ৫দিন ব্যাপী কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করেন। এছাড়াও কর্মশালার মিডিয়া পার্টনার অনলাইন সংবাদমাধ্যম রামুর খবর এর সম্পাদক সোয়েব সাঈদ, আরটিএন এর সম্পাদক খালেদ হোসেন টাপু এবং রামু খবর ২৪ এর বার্তা সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সময় জার্নাল/তানহা আজমী