খালেদ হোসেন টাপু,রামু প্রতিনিধিঃ
চকরিয়ায় ডুলাহাজারায় সশস্ত্র সন্ত্রাসী ও ডাকাত কর্তৃক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল চৌমুহনী স্টেশন থেকে শুরু হয়ে রামু কলেজ গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর চৌমুহনী বাস ষ্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের জন্য অন্যতম প্রতিনিধি কারা নির্যাতিত ছাত্র নেতা শাহেদ মোহাম্মদ লাদেন ও মাইনুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলার সাধারণ শিক্ষার্থী যায়েদ বিন আমান, সাজ্জাদ হোসাইন, নাইম খান আলেম সমাজের প্রতিনিধি সাইফুল ইসলামসহ আরও অনেকেই।এ সময় সমাবেশে শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসী ও ডাকাতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়।
সময় জার্নাল/তানহা আজমী