সময় জার্নাল প্রতিবেদক : রাজধানীতে শনাক্ত হওয়া করোনা রোগীদের ৬৮ শতাংশই ভারতীয় ধরনে আক্রান্ত হচ্ছেন বলে এক গবেষণায় উঠে এসেছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা আইসিডিডিআরবি’র গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। সারা দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই সংস্থাটি এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করলো।
আইসিডিডিআরবি সূত্র জানায়, গত মে মাসের শেষ সপ্তাহ ও জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে সংগ্রহ করা করোনা ভাইরাসের ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে নমুনার ৬৮ শতাংশই ভারতীয় ধরন। গবেষণার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সংস্থাটি।
এ বিষয়ে যোগযোগ করা হলে আইসিডিডিআরবি’র পক্ষ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, গবেষণা প্রতিবেদনটি সংস্থার নিয়ম অনুযায়ী প্রকাশ করা হবে।
সময় জার্নাল/এসএ