মোঃ এমদাদ উল্যাহ,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মোঃ সানজিদ(১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মোঃ খালেদ হোসেনের ছেলে।
শুক্রবার বেলা সাড়ে এগারটায় গুণবতী রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহতের ফুফা গুনবতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিলন জানান,জুমাবার বেলা এগারটায় মোঃ সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে পরোটা কিনে তাঁর ফুফুর বাড়িতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুনবতী স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে রেলওয়ে পার হওয়ার চেষ্টা করে। গুণবতী রেলষ্টেশন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সানজিদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠাচ্ছি’।
সময় জার্নাল/তানহা আজমী