সময় জার্নাল প্রতিবেদক : রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাতে তাঁদের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আবুল কালাম বলেন, রাতের কোনো এক সময় মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাঁদের মেয়ে জান্নাতুলকে (২০) হত্যা করা হয়েছে। প্রত্যেকের গলায় দাগ রয়েছে। আমাদের ধারণা গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়েছে।
আবুল কালাম আজাদ আরও বলেন, একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে বিষ বা ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি।
এদিকে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহামেদ বলেন, কেন ও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে তদন্তকারী দল গিয়েছিল। এ ঘটনায় যারা জড়িত, তাদের আমরা দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব।
সময় জার্নাল/এসএ