মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন(২৫) ও মোঃ সাগর(২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর আরোহী রায়হান গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর ইউনিয়নেয়র চাঁন্দশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ও সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রামের আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেলযোগে সদর দক্ষিণ এলাকায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের চাঁন্দশ্রী এলাকায় ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে তিনজন সিটকে পড়ে। ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত সাগর ও রায়হানকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর গুরুতর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শুনেছি, কুমিল্লা হাসপাতালে সাগরের নামে একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এমআই