আন্তর্জাতিক ডেস্কঃ
কমলা হ্যারিস তার মেডিকেল রেকর্ড প্রকাশ করেছেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত। একইসঙ্গে কমলা ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের স্বাস্থ্য রেকর্ড প্রকাশ না করার বিষয়ে স্বচ্ছতার অভাবের জন্য অভিযুক্ত করেছেন। রোববার (১৩ অক্টোবর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।
কমলা ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মূল কারণ ট্রাম্প তার মেডিকেল রিপোর্ট প্রকাশ করেননি। একই সঙ্গে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা ডোনাল ট্রাম্পকে নিয়ে অভিযোগ করেছেন যে, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পুরোপুরি ফিট কিনা তা মার্কিন জনগণের সামানে প্রকাশ করতে চান না।
ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশ না করেই তার প্রচারণা দল ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছে, যে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, তাদের প্রার্থী নির্বাচনী প্রচারণায় খুবই ব্যস্ত এবং ট্রাম্পের মতো কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা চালানোর মতো শক্তি নেই।
উল্লেখ্য, ৭৮ বছর বয়সী ট্রাম্পের বয়স এবং মানসিক সুস্থতা নিয়ে ডেমোক্র্যাটরা সমালোচনা চালিয়ে যাচ্ছেন। কয়েক মাস ধরে রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং সুস্থতা নিয়েও সমালোচনা করেছিল। এরপরেই নির্বাচন থেকে সরে দাড়ান বাইডেন।
সময় জার্নাল/তানহা আজমী