খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া ৭২০ কেজি ওজনের রড উদ্ধার না হতেই, চোরকে ছেড়ে দিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন বহুতল মার্কেটের ৭২০ কেজি ওজনের রড চুরি গেলে কর্তৃপক্ষ সন্ধান পেয়ে শনিবার কেশবা গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ কাল্টুকে (২৫) আটক করে। এ সময় সে চুরির ঘটনা স্বীকার করে। চুরি যাওয়া মালামাল স্থানীয় একজন প্রভাবশালী ব্যবসায়ী কিনে নেয়।
এই চুরির ঘটনাটি নিয়ে উচ্চ তদবির শুরু হয়। চুরি যাওয়া মালামাল উদ্ধার না হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ওই চোরকে সাদা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজমের সাথে কথা হলে তিনি চুরির সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারটি নিয়ে আবার বসা হবে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এমআই