ইসাহাক আলী, নাটোর: নাটোরে দ্বিতীয় পর্যায়ে ১৩৮১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম
উদ্বোধন করার পরই জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নাটোরের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে রেজিস্ট্রি দলিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে
হস্তান্তর করেন।
সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই