বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার সড়ক মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রি-হুইলাসহ লীজকৃত বিআরটিসি ও অনুমোদহীন দূরপ্লালাার পরিবহন চলাচল বন্ধের দাবি না মানলে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধের ডাক দিয়েছে এসব জেলার ৭টি বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমিতি।
আজ রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তিন দফা দাবি তুলে ধরেন বাগেরহাট আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ন আহবায়ক মো. শাহাজাহান মিনা তাদের দাবির পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন। বাস মালিক সমিতির যুগ্ন আহ্বায়ক মো. আক্তারুজ্জামান, মো. জিয়াউদ্দিন শেখ, মতিয়ার রহমান মিনা, সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শামীম খান ও সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার ৭টি বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা যৌথ সভা করে তাদের তিনটি দাবি পাঁচ জেলার সড়ক মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রি-হুইলাসহ লীজকৃত বিআরটিসি ও অনুমোদহীন দূরপ্লালাার পরিবহনের চলাচল বন্ধের দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রশাসনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
সোমবারের মধ্যে তাদের দাবি না পূরণ করা না হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে এই পাঁচ জেলার সকল সড়ক মহাসড়কের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে। এ সময়ে বাগেরহোটের ১৭ টি আন্ত:জেলা রুটেও সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।
এমআই