জেলা প্রতিনিধি:
শরীয়তপুরে তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠনের মেধা অন্বেষণ-২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৬৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে সংগঠনটি।
আজ (২৩শে অক্টোবর) এ ফলাফল প্রকাশিত হয়। তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠন ২০০৩ সাল থেকে শরীয়তপুর জেলার সকল স্কুল এন্ড কলেজে প্রতি বছর মেধা অন্বেষণ পরীক্ষায় মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেন শরীয়তপুর ও চাঁদপুর জেলার ১২ টি কলেজ, ৩০ টি উচ্চ বিদ্যালয় এবং ২৯ টি প্রাইমারি বিদ্যালয়ের সর্বমোট আবেদনকৃত ২১০০ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৬৮৭ জন মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষায় দ্বাদশ শ্রেণির প্রথম স্থান অধিকার করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর মেধাবী শিক্ষার্থী লাবণ্য আফরিন শোভা। এবং একাদশ শ্রেণির প্রথম স্থান অধিকার করেন হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজ এর মেধাবী শিক্ষার্থী নুজাইকা সহ বিভিন্ন স্কুল কলেজ এর ৬৬ জন মেধাবী শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল অর্জন করে, সবাইকে তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক খোকন মাহমুদ বলেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল ছাত্রকল্যাণ সংগঠন এর মাধ্যমে বাংলাদেশ এর বিভিন্ন প্রান্তে ঝড়ে পরা, আর্থিক সমস্যার জন্য পড়াশোনা থেকে বঞ্চিত, অসচেতন মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করবো।
এমআই