জাহিদুল ইসলাম,রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৮ম আন্তর্জাতি তথ্য বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ‘চতুর্থ শিল্প বিপ্লবে পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞানের ভূমিকা ’ শিরোনামে আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) বেলা ১১ টায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির প্রেস ও পাবলিসিটি কনভেনর অধ্যাপক ড.পাপিয়া সুলতানা।
সম্মেলনটি উদ্বোধন করবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়াজ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহবায়ক অধ্যাপক ড.পাপিয়া সুলতানা বলেন, চতুর্থ বিপ্লবের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে তিনবছর অন্তর আমরা এই সম্মেলন আয়োজন করে থাকি। ব্যবসায়ীক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ইন্টারনেট অফ থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম, থ্রি ডি প্রিন্টিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের লক্ষ্যগুলো নেভিগেট করা আমাদের সম্মেলনের উদ্দেশ্য।
দ্রত প্রযুক্তিগত অগ্রগতির মুখে পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক অন্বেষণ করা সম্মেলনের মুখ্য বিষয়।। এছাড়া উদ্ভাবনের ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো উন্নত করতে এ সম্মেলন সহায়তা করবে।
এসময় তিনি আরো বলেন, বাস্তব বিশ্বের সমস্যা এবং দৈনন্দিন জীবনের সাম্ভাব্য প্রাসঙ্গিক সমস্যা সমাধানের লক্ষ্যে তথ্য বিজ্ঞানের প্রায়োগিক পদ্ধতি নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে। এ সম্মেলনের মাধ্যমে পরিসংখ্যান, তথ্য বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উদ্ভাবনের নেতৃস্থানীয় বিশ্ব বিশেষজ্ঞদের একত্রিত করবে।
তথ্য বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখবেন, আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন (এএসএ) এর সভাপতি মধুমিতা (বন্নি) ঘোষ-দস্তিদার, বল স্টেট ইউনিভার্সিটি ইমেরিটাস অধ্যাপক প্রফেসর মীর মাসুম আলী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক শাহজাহান খান এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর আদিত্য বাগচীসহ দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিরা।
সম্মেলনটির রিসার্চ পেপার জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর। ২০ নভেম্বর পেপার জমা বিষয়ক অবগতি জানানো হবে। এবং ২ ডিসেম্বর রেজিষ্ট্রেশনের শেষ তারিখ। সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটটি https:// icrsds4ir.ru.ac.bd/ ভিজিট করুন।
এসময় উপস্থিত ছিলেন,পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. আসাদুজ্জামান শাহসহ বিভাগের অন্যন্যা শিক্ষকবৃন্দ।
সময় জার্নাল/এলআর