মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মোংলায় ব্র্যাক ইউডিপির 'বিশ্ব বসতি দিবস' উদযাপন

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
মোংলায় ব্র্যাক ইউডিপির 'বিশ্ব বসতি দিবস' উদযাপন

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্ব বসতি দিবস পালন করেছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি)।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর উদ্যোগে বর্ণাঢ্য এক র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পর্কিত কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, মোংলা পৌর শহরকে পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম পৌরসভার সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। ব্র্যাক নগরীর কলোনীতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে, কলোনীর অবকাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে পৌরসভাবে সহযোগীতা করছে।

ব্র্যাক তাদের এই উন্নয়নমূলক কাজ কলোনীর নারী, পুরুষ, যুবসমাজ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করছে। যা মোংলা পৌর শহরের উন্নয়নে সকল স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করছে। সেই সাথে নগরীতে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে মোংলা বাসীতে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

পৌরসভায় অপরিকল্পিতভাবে যেসব স্থানে বর্জ্য ফেলার জন্য ব্যবহৃত হয় সেসব স্থানসমূহ চিহ্নিত করে সেগুলো সমাধানের উপায় সংক্রান্ত পরিকল্পনা করেন।সেখানে তারা সমস্যার সমাধানের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার ভুমিকা, জনসাধারনের ভুমিকা ও তরুনদের ভুমিকা নিয়েও আলোচনা করেন।

কর্মশালা থেকে তরুণ নেতৃত্বের মাধ্যমে মোংলা পোর্ট পৌরসভাকে ভবিষ্যৎ সুন্দর নগরী হিসেবে গড়তে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে খাল পরিস্কার সহ বিভিন্ন কাজ সেচ্ছাশ্রমের ভিত্তিতে করার প্রত্যয় ঘোষিত হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফিয়া শারমিন, মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সচিব অমল কৃষ্ণ সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাপা মোংলা শাখার আহ্বায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম মোংলা এর প্রজেক্ট ম্যানেজার তারেক হাসান সহ প্রজেক্ট টিমের সদস্যবৃন্দ ও মোংলা পোর্ট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড ও কমিউনিটি থেকে আগত তরুন প্রজন্ম। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল