এম.পলাশ শরীফ,বাগেরহাটের প্রতিনিধি:
উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় পানি ব্যবহার অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় তুবা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর আয়োজনে হেলভেটাস বাংলাদেশের সহযোগীতায় পানির অধিকার বিষয়ে সিএসও এবং কমিউনিটির সচেতনতা বৃদ্ধির দিনব্যাপী কর্মশালায় ৩৫ জন স্থানীয় সিবিও ও সিএসও সদস্যরা ওয়াস বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ ও স্বাস্থ্য গ্রাম দলের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন নিশানবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিপন কুমার পাল, ডরপ এ্যাকসেস প্রকল্পের কো-অর্ডিনেটর শওকত চৌধুরি, কো-অর্ডিনেটর মো. আল জাবেদ সরকার, সাংবাদিক গনেশ পাল, ডরপ-এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার অলোক দাস, ইসরাইল মিয়া, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ।
তানহা আজমী