মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে পথচারী ও রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে থানা পুলিশ।
সোমবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম সড়কে মাস্ক বিহীন সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা ও উপ-পরিদর্শক মনির হোসেনসহ পুলিশের একটি টিম।
পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা জানান, ‘করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধের লক্ষ্যে এখনো যারা মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাফেরা করছেন, জনসচেতনতার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছি। এ কার্য্যক্রম অব্যাহত থাকবে’।