এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
''সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৫৩ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ( ২ রা অক্টোবর) শোভাযাত্রা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমূহ অফিসার আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , আঞ্চলিক সমবয় শিক্ষায়তনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন, মোঃ ফারুক হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবাযী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শতনীড় মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, নীল স্বপ্ন সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিন লেলিন, ইভা মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী , চৈতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালমা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা জানান, সমবায়ীরা দেশের মানুষকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে সহযোগিতা করতে পারে।এজন্য তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে সমবায়ীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে সমবায়ের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করে।
বক্তারা আরো জানান, সমবায়ের উন্নয়নে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সমবায়ের বিকল্প নেই । তাই সমবায়ীদের এগিয়ে যেতে হবে।
সমবায় সমিতি থাকলে বাজার ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব , এতে সাধারণ জনগণ উপকৃত হবে। এখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য বেচাকেনা করতে পারবে ফলে ন্যায্য মূল্য সাধারণ জনগণ উক্ত পণ্যগুলি কিনতে পারে। আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে তিনটি প্রতিষ্ঠান ও তিনজন সমবায়ী কে সম্মাননা হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
সময় জার্নাল/এলআর