মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌকাঠী গ্রামের মেসার্স রায় মেডিকেল হল, স্বত্তাধিকারী বাদল রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকাঠি।
রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারটায় ওই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এ সময় অভিযানে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর মাহফুজা আক্তার ও নলছিটি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সাফিয়া সুলতানা জানান, তৌকাঠী বাজারে রায় মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ঔষধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রায় মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ।
স্থানীয় জনসাধারন বাদল রায়ের এমন ঘৃনীত কাজের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সময় জার্নাল/এলআর