জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে “কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা” শীর্ষক ব্রি ধান ১০৩ জাতের মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বুধবার উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬০ জন কৃষক ও কৃষানীর অংশগ্রহনে কীটতত্ত্ব বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বাস্তবায়নে ও পার্টনার প্রকল্প ব্রি এর অর্থায়নে ডিএই কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ নজমুল বারী পিএসও কীটতত্ত্ব বিভাগ ব্রি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ রকিবুল হাসান পিএসও এবং প্রধান ব্রি রংপুর, কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়, ওয়াজিফা আফরিন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল হক সহ আরো অনেকে।
এমআই