নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকারের গ্রামে ৪৩ কোটি টাকার বায়োস্কোপ উন্নয়ন প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাঁট হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি দায়িত্ব নিয়েই প্রকল্পে ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছিলেন। এমনকি বাস্তবায়নাধীন কম-প্রয়োজনীয় প্রকল্পও বন্ধ করার পক্ষে খোলাসা করেছেন নিজের অবস্থান।
আওয়ামী লীগ সরকার উন্নয়ন প্রকল্পকে তার দৃশ্যমান উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এ জন্য তারা প্রকল্পগুলোতে বেশি অগ্রাধিকার দিয়ে আসছিল। অর্থনীতিবিদরা বারবার এসব প্রকল্পে গুরুত্ব কম দেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও রয়েছেন।
আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে নিজেদের করা ‘উন্নয়নকাজে’র প্রচারে গত বছর এপ্রিলে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ শিরোনামের একটি প্রকল্প নেয়। ব্যয় ধরা হয় ৪৩ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে বায়োস্কোপের মাধ্যমে সরকারের ‘উন্নয়নকাজ’ মানুষকে দেখানো হতো। এর পেছনে ইতিমধ্যে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকল্পটি নিয়েছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে বিগত সরকার শুধু তাদের উন্নয়নই প্রচার করেছে; মানুষের কোনো উপকারে আসেনি। সে জন্য প্রকল্পটি বাতিল হচ্ছে। প্রকল্পটির উপপ্রকল্প পরিচালক শরিফুল আরমান বলেন, উন্নয়ন প্রচার কার্যক্রম আপাতত স্থগিত আছে।
তানহা আজমী