স্পোর্টস ডেস্কঃ
অস্বস্তিকর হার দিয়ে শুরু হয়েছিল সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। আজ শারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজে সমতায় ফিরলেও এখনই খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরার পুরস্কার জেতার পরও বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, তিনি খুশি নন। দীর্ঘক্ষণ উইকেটে টিকে থাকার পর আউট হয়েছিলেন ৭৬ রান করে। বাংলাদেশ অধিনায়ক আরও দায়িত্ব নিতে চান।
দ্বিতীয় ওয়ানডেতে ভালো অবস্থায় থাকার পরও নাজমুলের আউটে বাংলাদেশ হঠাৎ চাপে পড়ে যায়। তার একটু আগে আউট হন তাওহিদ হৃদয়, নাজমুলের পরপরই বিদায় নেন মাহমুদউল্লাহ। ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দল। তবে এক বছর পর দলে ফেরা নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলী ৪১ বলে ৪৬ রানের জুটি গড়ে দলকে কাক্সিক্ষত স্কোরের দিকে নিয়ে যান। ২৪ বলে ২৫ রান করেন নাসুম, জাকের অপরাজিত থাকেন ২৭ বলে ৩৭ রান করে। বাংলাদেশ তোলে ২৫২ রান।
শারজার কঠিন উইকেটে লক্ষ্যটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আফগানদের জন্য। পরে পেস ও স্পিন আক্রমণের সমন্বয়ে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বরাবরই চ্যালেঞ্জ স্পিন সামলানো।
প্রথম ম্যাচে এক গজনফরের কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভালো শুরুর পর আফগান স্পিন সামলাতে গিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের জন্য শারজা কার্যত হোম ভেন্যু। এই উইকেটে কী করতে হবে তারা খুব ভালোভাবে জানে। উইকেট যতই স্পিন সহায়ক হোক না কেন, তিন পেসারেই আস্থা বাংলাদেশের।
দ্বিতীয় ওয়ানডে থেকে তাই বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন নাজমুল। চোট গুরুতর হলে হয়তো আজ তার খেলা হবে না। শারজায় সাত ওয়ানডে খেলে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে আগের ম্যাচে। দ্বিতীয় জয়টি পেতে সিরিজ জয়ের আশায় তারা মাঠে নামবে আজ।
তানহা আজমী