জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির সভাপতি উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ।
কমিটির অন্য সদস্যরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম খলিলুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা, প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপি, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এবং সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, দ্রত সময়ের মধ্যে বসে আমরা কাজ শুরু করব। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তবে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে আমাদের কাছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় স্টেডিয়ামের সামনে আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে আইন বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়াম চত্ত্বর ত্যাগ করে। পরে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের হবিবুর রহমান হল মাঠ ও মার্কেটিংয়ের শিক্ষার্থীরা টুকিটাকি চত্তরে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয় এবং প্যারিস রোড প্রদক্ষিন করে দুই পক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সংলগ্ন রাস্তায় মুখোমুখি অবস্থান নেয়। তবে, এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা মধ্যে অবস্থান নিয়ে মীমাংসার চেষ্টা চালিয়ে যায় কিন্তু ৭:৪০ এর দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কাচের ছুড়লে ব্যাপক সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষের কয়েক মিনিটেই মার্কেটিং বিভাগের কাচের বোতল, ইট, বাশ ও লাঠিসোঁটার আক্রমণে আইন বিভাগের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।
এমআই