বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

দুই বছরের অধিক সময় ধরে কোষাধ্যক্ষ শূন্য হাবিপ্রবি

বুধবার, নভেম্বর ২০, ২০২৪
দুই বছরের অধিক সময় ধরে কোষাধ্যক্ষ শূন্য হাবিপ্রবি

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর: 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তে দুই বছরের অধিক সময় ধরে শূন্য কোষাধ্যক্ষের পদ।

সর্বশেষ কোষাধ্যক্ষ প্রফেসর ড বিধান চন্দ্র হালদার ২০১৮ সালের ৩০ জুলাই ৪ বছরের জন্য নিয়োগ পান যা ২০২২ সালের ৩০ জুলাই মেয়াদ শেষ হয়। এরপর থেকে দীর্ঘদিন পর্যন্ত ফাঁকা রয়েছে পদটি।

গুরুত্বপূর্ণ এ পদটির শূণ্যতায় যেন প্রশাসনিক জটিলতার সৃষ্টি না হয় সেজন্য দ্রুত নিয়োগের একটি গুঞ্জন শোনা যাচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্ল্যা বলেন, কোষাধ্যক্ষ নিয়োগের কাজ সরকারের, এগুলো আমাদের দায়িত্বের অংশ নয়। 

কবে নাগাদ কোষাধ্যক্ষ নিয়োগ হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই।
এটা সরকারের বিষয়। এখানে আমার বা বিশ্ববিদ্যালয়ের কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের একজন কোষাধক্ষের নিয়মিত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের তহবিল তদারক ও অর্থ সংক্রান্ত  নীতি  সম্পর্কে  পরামর্শ  দেবেন, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বিনিয়োগ পরিচালনা করবেন, বার্ষিক বাজেট ও হিসাব-বিবরণী পেশ করবেন। এ ছাড়া  কোষাধ্যক্ষ  বিশ্ববিদ্যালয়ের পক্ষে সব চুক্তিতে স্বাক্ষর করবেন। 

কোষাধ্যক্ষের দায়িত্বের পাশাপাশি নিয়ম অনুযায়ী একজন কোষাধ্যক্ষ সিন্ডিকেট, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্যও।

এই পদে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই সিনিয়র শিক্ষকদের কোনো একজনকে নিয়োগ দিতে পারেন মহামান্য রাষ্ট্রপতি। তবে কোষাধ্যক্ষ নিজ ক্যাম্পাস থেকেই আসুক এমন প্রত্যাশা সকলের। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল