এম,পলাশ শরীফ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের যোগদান আদেশে সেখানেও প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এর আগে চিতলমারী উপজেলায় তার বদলীর আদেশে সেখানেও ছাত্র-জনতা বিক্ষোভ করলে কচুয়া উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের আদেশ হয়।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের দোসর তেলবাজ কর্মকর্তা। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ শর্মী রায় মোরেলগঞ্জ নানা অনিয়ম করেছেন। তাকে তাৎক্ষণিক চিতলমারীতে বদলি করা হয়। চিতলমারীর সাধারণ জনগণ বিক্ষোভ করলে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদানের পায়তারাও ব্যর্থ হয়ে এখন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছে। এমন ব্যক্তিকে মেনে নেবে না সাধারণ কচুয়ার জনগণ বলে বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।
তানহা আজমী