কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
সততা,দক্ষতা,কর্মঠ,বিনয়ী ও আদর্শিক মানুষ গড়ার লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫ দিন ব্যাপী যমুনেশ্বরী কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৪৪ টি প্রাথমিক বিদ্যালয় এ ক্যাম্পে অংশ গ্রহন করেন। জেলার ডিমলা উপজেলার দক্ষ ও কর্মঠ ১০ জন রোভার স্কাউটস ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকের সমন্বয়ে মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে ৪৪ টি তাবু স্থাপন করা হয়। উপজেলা স্কাউটসের প্রোগ্রাম চিফ ও উপজেলা কাব লিডার আব্দুল হালিম এ কার্যক্রম পরিচালনা করছেন। ৫ দিন ব্যাপী ক্যাম্প প্রশিক্ষণের দায়িত্বে আছেন জেলা এ এল টি মমিনুল ইসলাম,সৈয়দপুর উপজেলার এ এল টি মোস্তাফিজার রহমান,ডোমার উপজেলার প্রভাত কুমার,উড ব্যাজার ফাহমিদা পারভীন,সাফিনা আক্তার সাথী ও আনোয়ারা বেগম।
শুক্রবার শু-প্রভাতের মাধ্যমে ক্যাম্পুরী কার্যক্রমের শুভ সুচনা ঘটে। সকাল ১০ টায় উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম আজম,সদস্য ফজলার ও সাবেক শিক্ষক আব্দুল কাদের প্রমূখ। অনুষ্ঠান উদ্বোধন শেষে কাবের শিশু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক।
এমআই