কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন খাতের টাকা হরিলুট করেছে দুই বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকদ্বয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নিতাই ইউনিয়নের নিতাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোক্তার হোসেন ও তেতুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) তাকলিমা বেগম ২০২৩-২৪ অর্থ বছরের বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) কাজের নামে মাত্র কিছু কাজ করে সব টাকা আত্মসাৎ করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,নিতাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য ১০ হাজার ও বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) কাজের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়। অপরদিকে তেতুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য প্রাক-প্রাথমিকের জন্য ১০ হাজার ও বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) কাজের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় অধিদপ্তর। কিন্ত এসব টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বিপরীতে নিজের ও সংশ্লিষ্ট ক্লাষ্টার অফিসারের উন্নয়ন করা হয়েছে।
নিতাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের কাছে কাজের তথ্য চাওয়া হলে তিনি কোন তথ্য দেখাতে পারেনি। তিনি বলেন এসব টাকা কোথায় কোথায় ব্যয় করা হয় সেটা আপনারাও ভাল জানেন।
অপরদিকে তেতুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাকলিমা বেগমের একই বক্তব্য। এসব কাজের টাকা সহকারী শিক্ষা অফিসার মাহতাবুর রহমান বুলেট ও তাকলিমা বেগম এসব টাকা দিয়ে কাজ না করে ভাগাভাগি করে নিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন,এ বিষয়ে খবর নিয়ে অনিয়ম পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
তানহা আজমী