জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বক্তব্য দেন।
‘সোনালি সমাজ গড়বো মোরা, এটাই মোদের প্রত্যয়, সকল বাধা রুখবো মোড়া, আমরা করবো জয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘কেমন রাজবাড়ী চাই, সমৃদ্ধ রাজবাড়ী গড়তে যুবক ও শিশুদের অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক তাহসিন আহম্মেদ মুগ্ধর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিমি, শিক্ষার্থী হুসাইন মাহমুদ, তাহসিন বিন আতিয়ার তামিম, আরাফাত, আব্দুল রবিন, রিয়ান ইসলাম, মোছা. মিম খাতুন, সাবিয়াত ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যরা 'কেমন রাজবাড়ী চাই' সে বিষয়ে তাদের বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।
এ সময় তারা রাজবাড়ী শহরের রেলগেটে যানজট নিরসন, ট্রাফিকদের অসচেতনতা, ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে অসুবিধা, শহরে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা, পৌর এলাকার রাস্তা সংস্কার, রাস্তার বেহাল দশা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, বিনোদনকেন্দ্র করা, লক্ষীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, রাজবাড়ী শহরের বিশেষ বিশেষ জায়গায় পাবলিক টয়লেট স্থাপন, ডাস্টবিন স্থাপন, পদ্মা নদীর গোদারবাজার অংশে দর্শনীয় স্থান বানানো, পৌরসভার পানি, সুইমিংপুল চালু করা, খেলাধুলার বিষয়, ক্রীড়া সংস্থার নেতৃত্ব, বাসভাড়া কমানোর দাবি, কমিউনিটি ক্লিনিক ওষুধ সরবরাহের বিষয়ে আলোকপাত করেন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘কেমন রাজবাড়ী চাই, সমৃদ্ধ রাজবাড়ী গড়তে যুবক ও শিশুদের অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আমরা ইতোমধ্যে নজর দিয়েছি।
জেলা প্রশাসক আরও বলেন, চ্যালেঞ্জ থাকবে, আর এই চ্যালেঞ্জগুলো অপরচুনিটিতে নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে এগিয়ে যেতে পারবো। আমার সবাই মিলে একসঙ্গে আমাদের যেই লক্ষ্যটা আছে সেই লক্ষ্যে কাজ করবো। আমি চেষ্টা করবো যতদূর কাজ করা যায়। রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা হিসেবে রূপ দিতে পারবো।
এ সময় সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তানহা আজমী