এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে চলছে জেলেদের মাঝে ভিজিডি চাল ও নগদ টাকা। করোনা সহায়তার গো খাদ্য ও শিশু খাদ্য বিতরণ।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাটকা আহরণ থেকে বিরতকারি ৫৩৩ পরিবারের মাঝে ৮০ কেজি করে ভিজিডি চাল, একইদিনে এসপি রাশিদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘূণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত করোনায় সহায়তায় ৫৫০ পরিবারের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে ২ লাখ ৭৫ হাজার টাকা এবং ১২ টি খামারি পরিবারের মাঝে গো খাদ্য ও ১২ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার, মো কামরুজ্জামান, চানমিয়া হাওলাদার, মহিদুল ইসলাম, মিলন মির, নাসির উদ্দিন, মিলন হাওলাদার, শাহানাজ বেগম, রুবি বেগম, শিক্ষক নজরুল ইসলাম, আলমগীর হোসেন সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
সময় জার্নাল/এমআই